August 2, 2025

শিরোনাম

গোপালগঞ্জে বাড়লো কারফিউর সময়সীমা

Image

গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া এ কারফিউ আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সকাল ১১টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। এই সময়ে জনসাধারণ প্রয়োজনীয় কাজ সম্পাদন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে পারবেন।

তবে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনরায় কারফিউ কার্যকর থাকবে।

Scroll to Top