গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ স্থলে ভাঙচুর চালানো হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় এনসিপি নেতাদের। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।