গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স সরকারের কাছে সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি চেয়েছে। সংগঠনটি জানায়, প্রায় দেড় বিলিয়ন ডলারের পণ্য সরাসরি রপ্তানি করা সত্ত্বেও সরকার এই শিল্পকে সহযোগী খাত হিসেবে বিবেচনা করছে।
শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলের মেজ্জানিন ফ্লোরে চারদিনব্যাপী দুইটি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার এ দাবি করেন।
প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি বলেন, “তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি করে আমরা প্রায় ৮.৫ বিলিয়ন ডলার আয় করছি। অথচ সরকার আমাদের এখনো সহযোগী খাত হিসেবেই বিবেচনা করছে। সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি ও নীতি সহায়তা পেলে আমরা বৈশ্বিক বাজারে আরও ভালো অবস্থান অর্জন করতে পারবো।”
তিনি আরও বলেন, “কোনো ধরনের শ্রম অসন্তোষ ছাড়াই এই খাতে প্রায় ৮ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তা সত্ত্বেও সরাসরি রপ্তানিকারকের স্বীকৃতি আমরা পাইনি।”
জবাবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, সঠিক তথ্য পেলে এই খাতের স্বীকৃতি ও সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সংগঠনের সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, “অতীতে বিভিন্ন সময়ে সরকারের দপ্তরে গিয়ে সমস্যাগুলোর সমাধান হয়নি। আমাদেরকে বিভিন্ন নীতি নির্ধারণী সভায় অন্তর্ভুক্ত করলে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি হবে।”
এছাড়া সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাশেমও অনুষ্ঠানে বক্তব্য দেন।
তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ (জিটিবি ২৫) -এর ২২তম এবং গ্যাপ এক্সপো ২০২৪-এর ১৪তম সংস্করণ আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিউবিশন প্রাইভেট লিমিটেড-এর যৌথ আয়োজনে আইসিসিবির ৮টি হলে আয়োজিত এই দুইটি প্রদর্শনীতে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে গার্মেন্টস পণ্য, প্যাকেজিং সামগ্রী, সুতা, বোতাম এবং টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শিত হয়।