January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে বার্ষিক ফ্যামিলি ডে উদযাপিত

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে বার্ষিক ফ্যামিলি ডে উদযাপিত

Image

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) আশুলিয়ার নন্দন পার্কে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও “বার্ষিক ফ্যামিলি ডে” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, ডিবিসি চ্যানেলের পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং তার সহধর্মিণী, স্টাইলিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব এম. মঞ্জুরুক করিম রনি ও তাঁর সহধর্মিণী।

এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকগণ ও তাঁদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন আড্ডা।

Scroll to Top