নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
দিবসের শুরুতে গাজীপুর মহানগরীর রাজবাড়ি মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। পরে শ্রদ্ধা নিবেদন করেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ। তারপরে একে একে শ্রদ্ধা নিবেদন করে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, গাজীপুর জেলা ও মহানগর বিএনপি, গণ অধিকার পরিষদ, গাজীপুর প্রেসক্লাব, রোটারী ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষ্যে গাজীপুর জেলা বিএনপি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াত পৃথক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার আয়োজন করে।
এছাড়াও, দিবসটি উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।