গাজায় ইসরায়েলি হামলার নৃশংসতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। বাদ পরেনি নারী ও শিশুরাও। এই বর্বর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে এবং অনতি বিলম্বে যুদ্ধ বিরতির আহবানে ইতালির মিলানে সমাবেশ করেছে বিশ্বের শান্তি প্রিয় জনতা।
ইতিলির বানিজ্যিক রাজধানী খ্যাত মিলান শহরের প্রাণকেন্দ্র সেন্টার স্টেশনের সম্মুখে অংশ নেয় হাজার হাজার মানুষ। সবার কন্ঠে একি ধ্বনি উচ্চারিত হয় ফ্রি ফ্রি ফিলিস্তিন।

সাদা-কালো,ধর্ম- গোত্র,জাতী-কুল ভুলে,দলমত নির্বিশেষে সর্বস্তরের শান্তিকামী লাখো জনতার ঢল বলে দেয় ইজরায়েলি আগ্রাশন প্রত্যাখ্যানের কথা। আবাল-বৃদ্ধ বনিতা,নারি-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে একাকার হয় সমাবেশ প্রাঙ্গণ।

সমাবেশে শিশুর প্রতিকি লাশ ও যুদ্ধ বিরতির বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার,প্লে কার্ড ও ফিলিস্তিনের পতাকা ছিলো সবার হাতে।
ইয়োরোপীয়,ইতালিয়,আরবি,এশিয়ান,আফ্রিকান, মধ্য প্রাচ্য সহ এতে অংশনেয় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ইসলামীক ও মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ।

এতে বাংলাদেশীদের অংশগ্রহণো ছিলো চোখে পড়ার মতো। সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধ বিরতির জন্য আহবান জানানো হয়।