জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ শনিবার (১৯ জুলিয়া, ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে।
ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তাদের অবদান ও শহীদদের স্মরণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।