January 29, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বাদ আসর এফবিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ আবদুর রহিম খান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাশেম, মীর নাসির হোসেনসহ সাবেক সহ-সভাপতিবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এফবিসিসিআই’র কর্মকর্তা ও কর্মচারীগণ।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানামর্তুজা হাসান চৌধুরী।

মাহফিলে উপস্থিত সবাই প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।

Scroll to Top