সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেয়র মজিবুর রহমান।

শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৬টায় কালিয়াকৈর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি বলেন, “আমার বক্তব্যের শুরুতেই আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তার জীবনের সকল ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করে দেন।”

মজিবুর রহমান বলেন, গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। স্বৈরাচার সরকার তাকে বিনা বিচারে কারাবন্দি করে রেখেছে এবং চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয়নি। এত নিপীড়নের পরও তিনি দেশ ছেড়ে যাননি, দেশের মাটিতে থেকেই সংগ্রাম করেছেন।

তিনি আরও বলেন, “এই দেশকে তিনি শুধু বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে বারবার ঝুঁকি নিয়েছেন। আমরা যতবার ব্যর্থ হয়েছি, তিনি আমাদের নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু তার সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ হতে দেখার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।”
মজিবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন দলের নেতা-কর্মীদের ওপর।
“ব্যক্তি নয়, গুরুত্বপূর্ণ আমাদের নেতা তারেক রহমান এবং গুরুত্বপূর্ণ ধানের শীষ। সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল।











