January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল হাসান

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ জাহিদুল হাসান

Image

অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ), ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১টা ৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন। এরপর প্রচলিত রীতি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

দায়িত্ব গ্রহণকালে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এই দায়িত্ব সফলভাবে পালনে নগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা তিনি কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই খুলনাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা ছাড়াও উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top