কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় রবিবার (২০ অক্টোবর, ২০২৪) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কালিয়াকৈর বাজার নিয়ন্ত্রণে অভিযান চালায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিল ফিরোজ কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসময় বাজারে ৩টি দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭-৩৮-ও ৫২ ধারায় মোট ৩৭ হাজার টাকা অর্থ দন্ড করেন যথাক্রমে স্টোর ১,হরে কৃষ্ণ পণ্য মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা স্টোর ২,প্রদীব বনিক পণ্য মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা।
স্টোর ৩, মন্তুস পালকে যে সকল কারণে অর্থ দন্ড করা হয় বেজাল পণ্য ব্রিক্রির,ও শিশু খাদ্যে বিএসটিআইয়ের অনুমদন ও মেয়াদ না থাকায় ও ব্যবসায়িক লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী অফিসার আতিকুল ইসলাম, এস আই নুরুল হুদা ও অন্যান্য অফিসারগণ। ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট কাচা বাজার ব্যবসায়িদের কে দুই দিন এর সময় দিয়ে যায় পণ্য তালিকা দোকানে টাংগানোর জন্য এ অভিযান অভাহিত থাকবে।