January 29, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • কালিয়াকৈরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করলো কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা

কালিয়াকৈরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করলো কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা

Image

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনজনকে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার সঙ্গে জড়িত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) এবং এর আগের দিন বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)। প্রশাসন জানায়, ফসলি জমি ও নদী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাটিখেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে কালিয়াকৈরের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আশপাশের ফসলি জমি ও নদী থেকে অবৈধভাবে মাটি কাটার তথ্য দিয়ে সহযোগিতা করলে এই দুষ্ট চক্রকে রুখে দেওয়া সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কালিয়াকৈরকে মাটিখেকোদের হাত থেকে রক্ষা করা যাবে বলে উল্লেখ করা হয়।

Scroll to Top