দোহা ফোরাম ২০২৫-এর ২৩তম সংস্করণ শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) তারিখে “Justice in Action: Beyond Promises to Progress” (ন্যায়বিচারের কর্মে: প্রতিশ্রুতির বাইরে অগ্রগতি) থিমের আওতায় শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি।

ফোরামে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রীরা, আন্তর্জাতিক সংস্থার প্রধান, এনজিও প্রতিনিধি, খ্যাতনামা গবেষক ও সাংবাদিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তৃতা দেন গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস।


ইসলামী সহযোগিতা যুব ফোরাম (ICYF) এর পক্ষে ফোরামে উপস্থিত ছিলেন এর মহাপরিচালক, জনাব রাসুল ওমারভ। ফোরামে আন্তর্জাতিক পর্যায়ে যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

ICYF-এর অংশগ্রহণ দোহা ফোরামে মুসলিম দেশগুলোর যুবদের জন্য বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।











