দৈনিক ঢাকা ডায়লগের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব ওমান সুলতানাতের গৌরবময় জাতীয় দিবস উপলক্ষে ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি বিন ইসমায়েল আল বালুশী-কে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) রাজধানীতে আয়োজিত ওমান সুলতানাতের গৌরবময় জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে যোগ দেন। এ বছর অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, যা দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও বহুমাত্রিক সহযোগিতার এক অনন্য মাইলফলক।











