January 29, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিন

এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিন

Image

নিজস্ব প্রতিবেদকঃ

রবিবার (১১ জানুয়ারী, ২০২৬) ইং তারিখে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এরফান গ্রুপের পন্য এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জনাব মাহবুব আলম এবং তাসনিয়া ফারিন।

এরফান গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মাহবুব আলম বলেন, “এরফান গ্রুপ প্রায় দীর্ঘ ৩ যুগ ধরে কৃষি পন্য বাজারজাতকরণের সাথে জড়িত। আমরা মূলত পাইকারি বাজারের দিকে বেশি মনযোগী ছিলাম বা এখনো আছি। সেই সাথে আমরা আমাদের পন্যকে ভোক্তার কাছে আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষে আমরা আমাদের রিটেইল সেকশন চালু করেছি।”

ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে তাসনিয়া ফারিন এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারনার কাজে অংশ্রগহন করবেন। এই চুক্তির মেয়াদ হবে দুই বছর।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরফান গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মাহবুব আলম, জনাব মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস এন্ড মার্কেটিং (রিটেল), জনাব জিয়াউর রহমান, এজিএম সেলস এন্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর এন্ড এ্যাডমিন), জনাব মাসুদ পারভেজ, ম্যানেজার-একাউন্টস, এরফান গ্রুপ এর ব্রান্ড ম্যানেজার জনাব সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Scroll to Top