সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বাড়ানোর অভিযোগে দেশের ১৩টি ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিবন্ধন বাতিল হওয়া এজেন্সিগুলো থেকে এয়ার টিকিট ক্রয়-বিক্রয়সহ যেকোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বাতিল হওয়া ট্র্যাভেল এজেন্সিগুলো হলো: কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি (প্রা.) লিমিটেড, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্র্যাভেল এন্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্ট, সাদিয়া ট্র্যাভেলস, আত-তাইয়ারা ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল এবং এন এম এস এস ইন্টারন্যাশনাল।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নিবন্ধন কর্তৃপক্ষ এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে।