২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) যোহরের নামাজের পর বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্স ভবনে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএনের মান্যবর ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জনাব মোঃ আব্দুর রাজ্জাক, বিপিএম, পিপিএম-সেবা; এপিবিএনের প্রতিটি ইউনিটের প্রতিনিধিগণ, হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ।
শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে আয়োজিত এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) জনাব মোঃ আবুল খায়ের।