গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৬ জুলাই (বুধবার) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসররা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। প্রশাসনের সঙ্গে পূর্ব আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলেও প্রশাসনের কার্যকর ভূমিকা পরিলক্ষিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি বলেন, “গোপালগঞ্জ কোনো ভিন্ন ভূখণ্ড নয়; এটি বাংলাদেশেরই একটি অংশ। তাই সরকারের উচিত দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও দেশে এখনো প্রকৃত অর্থে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে ওঠেনি। আওয়ামী দুর্বৃত্তরা দেশকে আবারো অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।”