December 7, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আগামীকাল লন্ডনে নিয়ে যাওয়া হবে

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আগামীকাল লন্ডনে নিয়ে যাওয়া হবে

Image

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তর করা হচ্ছে। কাতার সরকারের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালে তাঁকে লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসক বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ের উন্নত চিকিৎসা জরুরি হয়ে পড়ায় বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Scroll to Top