বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা।’
আজ বুধবার (২৩ জুলাই, ২০২৫) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। আমরাও আলোচনায় অংশ নিয়েছি। আমরা পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছি। একই সঙ্গে আমরা বলেছি, নির্বাচন প্রক্রিয়াকে দ্রুততর করতে হবে। তিনি (প্রধান উপদেষ্টা) ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের যে কথা বলেছেন, সেটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।’
বিএনপির মহাসচিব বলেন, ‘অতি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেয়া উচিত। দলের তরফ থেকে আমরা সেটা উনাকে বলে এসেছি।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এটুকু বলেছেন যে, তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় চাই, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠিত হোক। যদি রাজনৈতিক সরকার না থাকে, তবে সংকট আরও বাড়বে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছি।’
সূত্রঃ বাসস।