August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

Image

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বহু শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ জুলাই) এক শোক বিবৃতিতে ডা. শফিক বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টার দিকে দুর্ঘটনায় পতিত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ও বহু শিক্ষার্থী শাহাদাত বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এখনও শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।”

বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তার আহ্বান জানান।

তিনি বলেন, “আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, যেন তারা আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করেন।”

Scroll to Top