রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আজ সোমবার (২১ জুলাই ২০২৫) মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।