আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় নিরাপত্তা কথা চিন্তা করে ভারতের মাটিতে জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।











