September 10, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘হ্যামেলিনের পাইড পাইপার’ নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘হ্যামেলিনের পাইড পাইপার’ নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে

Image

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে বিশ্বখ্যাত জার্মান লোককথা অবলম্বনে নির্মিত নাটক ‘হ্যামেলিনের পাইড পাইপার’ মঞ্চস্থ হতে যাচ্ছে।

আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) তারিখে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে নাটকটির দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে—প্রথমটি বিকেল ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। জনপ্রতি প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। পাস সংগ্রহ করা যাবে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডি থেকে।

উইলিয়াম গ্লেননের নাট্যরূপে রচিত এই নাটকটি ফ্রাইডে থিয়েটার স্কুলের কর্মশালার শিক্ষার্থীদের অভিনয়ে এবং কর্মশালার সমন্বয়কারী পরিচালক আশীষ খন্দকারের নির্দেশনায় মঞ্চস্থ হবে।

মধ্যযুগীয় হ্যামেলিন শহরের প্রেক্ষাপটে রচিত এই কাহিনি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে এক অনন্য রূপক। জাদুকরী বাঁশির সুরে ইঁদুরের দৌরাত্ম্য থেকে মুক্তি পেলেও মানুষের লোভ ও অবিচার যে কী ভয়াবহ পরিণতি ডেকে আনে, তা নাটকটি দর্শকের সামনে জীবন্ত হয়ে উঠবে।

Scroll to Top