August 5, 2025

শিরোনাম
  • Home
  • স্বাস্থ্য
  • আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

Image

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সোমবার (১২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান।

তিনি এ সময় ওই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। সেই সঙ্গে তাদের চিকিৎসার জন্য যা কিছু দরকার, তা সরকার করে যাবে বলেও আশ্বস্ত করেন।

উপদেষ্টার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ। 

Scroll to Top