August 5, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • আজ যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন 

আজ যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন 

Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতু। উত্তরের সাড়ে তিন কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সেতুর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে নতুন যোগাযোগ ব্যবস্থা চালু হচ্ছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে সেতুর পূর্ব প্রান্তে অবস্থিত ইব্রাহিমাবাদ স্টেশন থেকে একটি ট্রেন আনুষ্ঠানিকভাবে যমুনা রেলসেতু পার হয়ে পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেলস্টেশনে যাবে। এর আগে, সকালে সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এই উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি। স্বাগত বক্তব্য প্রদান করবেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এবং সমাপনী বক্তব্য দেবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

Scroll to Top