রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। রবিবার (৭ ডিসেম্বর) সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে ছয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। ছয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। মাইক্রো উদ্যোক্তা বিভাগে নারী ক্যাটাগরিতে রংপুরের মিস জুয়েনা ফেরদৌস (আহ্লাদ ফ্যাশন) ও পুরুষদের মধ্যে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান (রিবানা) পুরস্কৃত হন। ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে নারী হিসেবে দিনাজপুরের সিরাজাম মুনিরা (সুতার কাব্য) এবং পুরুষ হিসেবে জনাব আমানুল্লাহ (আমান প্লাস্টিক টয়েজ ইন্ডাস্ট্রিজ) এই জাতীয় পুরস্কারের স্বীকৃতি পান। মাঝারি উদ্যোক্তা বিভাগে অপরাজেয় লিমিটেডের জাতীয় পুরস্কার। মাঝারি উদ্যোক্তা বিভাগে অপরাজেয় লিমিটেডের কাজী মোহাম্মদ মনির হোসেন এবং স্টার্টআপ বিভাগে আন্ডারওয়াটার রোবোটিকস-ভিত্তিক ডুবো টেক ডিজিটাল লিমিটেডের উদ্যোক্তা মাহফুজুল হক পুরস্কার গ্রহণ করেন। প্রত্যেকেই পেয়েছেন এক লক্ষ টাকা সম্মানী।

অনুষ্ঠানে মাননীয় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানান, দেশের প্রান্তিক অঞ্চলের উদ্যোক্তারা এখন জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছেন এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি এ খাতকে আরও গতিশীল করেছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস ডি নুরুল বলেন, সঠিক ব্র্যান্ডিং ও বাজারজাতকরণ বর্তমান সময়ের এসএমই খাতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুজ্জামান উল্লেখ করেন, এ বছরের মেলায় ৬৫ শতাংশ উদ্যোক্তা নারী—যা অর্থনৈতিক পরিবর্তনের ইতিবাচক দিক নির্দেশ করে।
মেলায় প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প, পাট, চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রবেশ ফ্রি।
মেলার পাশাপাশি ৮–১০ ডিসেম্বর সহজ অর্থায়ন, রপ্তানি বহুমুখীকরণ, হালাল সনদ, পেটেন্ট ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে। উদ্যোক্তাদের জন্য ব্যাংকের সঙ্গে ঋণসংযোগ, পরামর্শ ও সরাসরি আবেদন করার সুযোগ থাকছে মেলাপ্রাঙ্গণেই। মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।











