আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকা শেরাটন, বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’।
এই কনভেনশনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনালসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই; সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড় ডেলিগেশন যোগ দেবেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ ও চেম্বার থেকেও ডেলিগেশন যোগ দেবেন। যাতে করে দেশীয় ব্যবসায়ী ও প্রফেশনালরা এনআরবি ব্যবসায়ী প্রফেশনালদের মধ্যে নেটওয়ার্কিং হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকরা এই কনভেনশনে অংশ নেবেন।
এনআরবি গ্লোবাল কনভেনশন-এর আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’। সহ-আয়োজক হিসেবে আছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।
দিনব্যাপী এই কনভেনশনে নানা আয়োজনের পাশাপাশি থাকবে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটিসহ বেশ কিছু বিষয়ভিত্তিক সেমিনার। সেসব সেমিনারে কি-নোট স্পিকার এবং আলোচক হিসেবে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বরেণ্য সব ব্যক্তিত্ব। পাশাপাশি এই আয়োজন থেকে প্রদান করা হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’। বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, এবারের এনআরবি কনভেশনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসে যারা বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা আছেন আমরা যেমন তাদের দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার প্রয়াস চালাবো পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে দেশীয় উদ্যোক্তাদের কাজে লাগাতে পারেন সেই চেষ্টাও অব্যাহত থাকবে।











