January 30, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

Image

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলকে তৃণমূল থেকে সংগঠিত করতে জোরদার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৩ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এনসিপির চার জেলা আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করতে পারি, তাহলে আমরা ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে সক্ষম হবো। কমিটি গঠনের কাজ ইতোমধ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম প্রমুখ।

Scroll to Top