August 3, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • আগামী নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে—ড. এম এ কাইয়ুম

আগামী নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে—ড. এম এ কাইয়ুম

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটের মাধ্যমেই আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হলরুমে হাতিরঝিল থানা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণমানুষের কাছে বিএনপি একটি জনপ্রিয় দল। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য। জনগণের ভোটেই বিএনপি আবারো ক্ষমতায় ফিরে আসবে।”

জুলাই-আগস্ট মাসকে স্মরণীয় উল্লেখ করে ড. কাইয়ুম বলেন, “এটা এমন সময়, যা আমাদের জাতীয় মর্যাদা ও ঐক্যের প্রতীক। এই সময়টিকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয়। যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তারা সবাই জাতীয় বীর। এই আন্দোলনের মাধ্যমে আমরা এখনো পূর্ণ জাতীয় মুক্তি অর্জন করতে পারিনি। আর সেই মুক্তির জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন।”

Scroll to Top