আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদযাপিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এক ঐতিহাসিক আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (৪ আগস্ট ২০২৫) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, ঐতিহাসিক এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা।
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে পুরো দিনব্যাপী মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সংগীত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দেশের খ্যাতিমান শিল্পীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ উপলক্ষে দেশবাসী, বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সকলকে দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।