January 29, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

Image

অবশেষে সব জল্পনা-কল্পনা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর নিজ জন্মভূমিতে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর এটিই হবে তার প্রথম স্বদেশ প্রত্যাবর্তন। তার এই ফিরে আসাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ, আর বিএনপি নেতাকর্মীরা একে অভিহিত করছেন ‘অনন্য এক ঐতিহাসিক প্রত্যাবর্তন’ হিসেবে।

তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সারাদেশ থেকে নেতাকর্মী-সমর্থকের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন।

Scroll to Top