January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

Image

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সভায় রুটিন আলোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চালু করা হয়। এ অভিযানে গত ২০ ডিসেম্বর পর্যন্ত ৬,৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬,৯০৭ জনসহ সর্বমোট ১৩,৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্রসহ গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

সভায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে যৌথবাহিনী (পুলিশ, র‍্যাব ও বিজিবি) এ মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার বাবা-মা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

সভায় জানানো হয়, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলার গোপনীয়তা ও তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয় বলে জানানো হয়। সম্প্রতি দালাল চক্র ফিলিপের সহযোগী পাঁচজনকে বিজিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথ প্রেস ব্রিফিং করা হয়।

সভায় জকসু নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। সভায় জানানো হয়, এর আগে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং একইভাবে জকসু নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করা হয়।

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের আতশবাজি, রাস্তা অবরোধ বা ব্লকেড কর্মসূচি নিষিদ্ধ থাকবে। প্রতিটি গির্জায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুলশান, বনানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং রাজধানীর ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিএমপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ আরও জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, কেপিআই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত, সারাদেশে চেকপোস্ট বসানো, কন্ট্রোল রুম ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় ১৭ জন গ্রেফতার, সম্পাদকদের জন্য নিরাপত্তা জোরদার এবং ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যা মামলায় ১০ জন গ্রেফতারের তথ্য সভায় জানানো হয়।

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

সভায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা প্রতিরোধ, চুরি-ছিনতাই-চাঁদাবাজি দমন, সাইবার উসকানি রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

Scroll to Top