January 29, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

Image

স্পোর্টস ডেস্কঃ

অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে বোর্ড পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের স্বার্থই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে এবং সংস্থার স্বার্থ বিবেচনায় অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি।’

বিসিবি আরও জানায়, ‘বিসিবির সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বোর্ডের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।’

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

Scroll to Top