বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার “Harnessing the Youth Dividend: Strategic Imperatives for Bangladesh in a Changing World”-এ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ।

হাইকমিশনার শিউনিন রশিদ তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুবসমাজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “যুবসমাজের সৃজনশীলতা, দক্ষতা ও নেতৃত্বকে কাজে লাগাতে হলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থবহ কর্মসংস্থান এবং বৈশ্বিক আলোচনায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, মালদ্বীপ ও বাংলাদেশ উভয়ই জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ। তাই নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পর্যটন, ডিজিটাল উদ্ভাবন এবং সাংস্কৃতিক বিনিময়ে যুব-নেতৃত্বাধীন সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে একটি আরও টেকসই ও দৃঢ় ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।