September 11, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার গল্প

২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার গল্প

Image

আগামী ১১ সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) তার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসে আলোকসজ্জা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি সাম্প্রতিক সময়ে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করেছে। খাদ্য নিরাপত্তা, কৃষি-ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান ক্রমেই বিস্তৃত হচ্ছে।

গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের সামনে উপস্থাপন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের প্রস্তুতি, ভঙ্গুর প্রশাসন পুনর্গঠন, এবং শিক্ষার্থী-প্রশাসনের সমন্বয়ে হলে “বিজয় ২৪ ফিস্ট” আয়োজন (কবি কাজী নজরুল ইসলাম হল ব্যতীত)। ৭৯ ব্যাচের ফলাফল দ্রুত প্রকাশ করে শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষায় আবেদন করার সুযোগ করে দেওয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডে টিএসসি সহজলভ্য করা, ক্লাসরুমে বিনামূল্যে ওয়াইফাই চালু, মিড পরীক্ষা প্রবর্তন ও ফাইনাল পরীক্ষায় কুইজ বাতিলের মাধ্যমে দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে।

এছাড়া ভর্তি পরীক্ষায় কোটার সংস্কারের মাধ্যমে ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নতুন ফেলোশিপ চালু করা হয়েছে, যার একটি অংশের মূল্যমান ১৮ লাখ টাকা। বহুদিন পর বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব উদযাপন এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত ঘোষণা বিশ্ববিদ্যালয় পরিচালনায় ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এইসব উদ্যোগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের কৃষি শিক্ষায় ও গবেষণায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।

Scroll to Top