September 11, 2025

শিরোনাম
  • Home
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে প্রযুক্তি সহযোগী এম৩৬০ আইসিটি লিমিটেড

১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে প্রযুক্তি সহযোগী এম৩৬০ আইসিটি লিমিটেড

Image

দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি লিমিটেড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-এর প্রযুক্তি সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।

প্রযুক্তি সহযোগী হিসেবে যুক্ত হয়ে এম৩৬০ আইসিটি লিমিটেড জানিয়েছে, এ গৌরবময় আয়োজনে অংশ নিতে পেরে তারা গর্বিত। কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যটন খাতে উদ্ভাবনী সমাধান প্রদান করে এ শিল্পের অগ্রযাত্রায় তারা অবদান রাখতে চায়।

Scroll to Top