December 1, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • সরকারি সুবিধা বাড়বে সংবাদপত্র ও টিভি চ্যানেলে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

সরকারি সুবিধা বাড়বে সংবাদপত্র ও টিভি চ্যানেলে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

Image

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে। একই সঙ্গে মিডিয়ার মালিকপক্ষকে সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

রোববার (২৬ অক্টোবর ২০২৫) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, “সরকার সাংবাদিকদের প্রবেশ পদে একটি ন্যূনতম বেতন নির্ধারণের উদ্যোগ নিচ্ছে। যেসব মিডিয়া প্রতিষ্ঠান এই ন্যূনতম বেতন দেবে না, তারা কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।”

তিনি আরও বলেন, “সরকার বেসরকারি টেলিভিশন সম্প্রচার ব্যবস্থাকে ডিজিটাল করার পরিকল্পনা নিয়েছে। সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল হলে কোন টেলিভিশন চ্যানেল কতজন দর্শক দেখছেন, সেটি জানা যাবে। এতে পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন সম্ভব হবে এবং ভালো পারফরম্যান্স দেখানো টেলিভিশন চ্যানেলগুলো বেশি বিজ্ঞাপন পাবে, ফলে তাদের আয়ও বাড়বে।”

সূত্রঃ বাসস।

Scroll to Top