সেনা কল্যাণসংস্থার অঙ্গ প্রতিষ্ঠান সেনাকল্যান কনস্ট্রাকশনস্ এন্ড ডেভেলপমেন্টস লিঃ (এসকেসিডি) জুন ২০০৯ হতে আবাসন ব্যবসায় জড়িত। সেনাবাহিনী থেকে প্রেষণে নিয়োজিত ও অবসরপ্রাপ্ত অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে এসকেসিডি’র ফ্ল্যাট সমূহ নির্মান করা হয়। নির্মাণ কাজে উচ্চতর গুণগতমান বজায় রাখার মাধ্যমে এসকেসিডি ISO ৯০০১: ২০১৫ সনদ অর্জনে সক্ষম হয়েছে। এর পাশাপাশি এসকেসিডি REHAB, রাজউক, বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও এমইএসএর তালিকাভুক্ত নির্মাণ প্রতিষ্ঠান। এসকেসিডি বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা আবাসিক এলাকা, জলসিড়ি, ধানমন্ডি, মালিবাগস রাজধানী ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান এবং চট্টগ্রামের মেহেদীবাগে আবাসিক ও কর্মার্শিয়াল ফ্ল্যাট তৈরী ও বিক্রয় করছে।
এরই পরিপ্রেক্ষিতে সেনা কল্যান সংস্থা (এসকেএস)’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃহাবীবউল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার বিসিসিআই-এ অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৪-এ সেনাকল্যান কনস্ট্রাকশনস্ এন্ড ডেভেলপমেন্টসলিঃ (এসকেসিডি) এর কো-স্পন্সর স্টল নং ২০ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসকেসিডি এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসিসহ সেনা কল্যান সংস্থার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।