January 31, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রাশিয়ান হাউস ঢাকায় আন্তর্জাতিক ‘ওয়ান রান’ ম্যারাথনের উদ্বোধন করেছে

রাশিয়ান হাউস ঢাকায় আন্তর্জাতিক ‘ওয়ান রান’ ম্যারাথনের উদ্বোধন করেছে

Image

রাশিয়ান হাউজ ইন ঢাকা আজ (২০ মে, ২০২৫) আয়োজন করে আন্তর্জাতিক ম্যারাথন “One Run”–এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ এই বৃহৎ ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছে।

বিশ্বব্যাপী ২৫টি দেশের ২ লক্ষাধিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন ২৪ মে অনুষ্ঠিতব্য এই ম্যারাথনে। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে সার্বিয়া, বাহরাইন, আর্মেনিয়া, মিশর, কিরগিজস্তান, পাকিস্তান, নেপাল, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত, চীনসহ আরও অনেক দেশ।

বাংলাদেশ থেকে এবার প্রায় ১,০০০ রানার এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর একাতেরিনা সেমেনোভা, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সাংবাদিক, ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দৌড়বিদরা।

Scroll to Top