January 30, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • যথাযোগ্য মর্যাদায় কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস ২০২৫ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস ২০২৫ উদযাপিত

Image

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে (১৬ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্মৃতি শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা প্রশাসন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে কালিয়াকৈর পৌরসভা প্রশাসন। শ্রদ্ধা নিবেদন করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কালিয়াকৈর; উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, গাজীপুর; উপজেলা অফিসার্স ক্লাব, কালিয়াকৈরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ কুচকাওয়াজে কালিয়াকৈর থানা পুলিশ ও আনসার বাহিনী অংশগ্রহণ করে মনোজ্ঞ প্রদর্শনী উপস্থাপন করে।

এ সময় কালিয়াকৈর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনী, সাংবাদিক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও কালিয়াকৈর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ও কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Scroll to Top