January 30, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে সোনালী ব্যাংক পিএলসি। বিজয় দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ১৭ ডিসেম্বর বুধবার বাদ যোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান অংশগ্রহণ করেন।

এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন বি-৬৬৪ (সিবিএ) এর সভাপতি ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিটের আহ্বায়ক ও সাধারণ সম্পাদকসহ এসব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ব্যাংকের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফেরাত কামনা এবং দেশ ও জনগণের উন্নয়নে দোয়া করা হয়।

Scroll to Top