মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা-১২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরবের নেতৃত্বে এক বিশাল বিজয় দিবস র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ র্যালিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।




র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেমমূলক ও বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ নানা স্লোগান দেন। একই সঙ্গে তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় ঐক্যের পক্ষে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।











