ভারতের হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশ রপ্তানি খাতে কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিকল্প ব্যবস্থাপনার ওপর কাজ শুরু করেছে এবং তৃতীয় দেশে রপ্তানির সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এই সংকটকে মোকাবিলা করতে প্রস্তুত। ভারতের তিনটি পোর্ট দিয়ে যে ৪০-৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো, তার বিকল্প ব্যবস্থা আমরা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, ‘রপ্তানী এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সেটার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। বাণিজ্যকে কতটা অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিমূলক করা যায়, সেটা নিয়ে কাজ করব আমরা। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবো।’