September 11, 2025

শিরোনাম

বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Image

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিম) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে শনিবার (৩০ আগস্ট ২০২৫) তারিখে বুয়েট ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারক উভয় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক, পেশাগত ও গবেষণা সহযোগিতা জোরদার করবে এবং শিক্ষা, প্রশিক্ষণ ও উদ্ভাবন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বিম-এর মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বুয়েট-এর উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

বুয়েট-এর পক্ষ থেকে সমন্বয় করেন ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (IAT), বুয়েট এবং বিম-এর পক্ষ থেকে সমন্বয় করে আইকিউএসি অফিস, বিম।

অনুষ্ঠানে বুয়েট-এর বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রো-উপাচার্য; প্রফেসর ড. এ. কে. এম. মাসুদ, পরিচালক, ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার (DSW); প্রফেসর ড. এন. এম. গোলাম জাকারিয়া, রেজিস্ট্রার; এবং প্রফেসর ড. মোহিদুস সামাদ খান, পরিচালক, IAT।

বিম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো. মামুনুর রশিদ, পরিচালক, আইকিউএসি, বিম এবং ড. উত্তম কুমার দত্ত, প্রধান, মার্কেটিং বিভাগ, বিম।

Scroll to Top