রবিবার (৯ নভেম্বর, ২০২৫) রাজধানীর বাড্ডায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার তুলে দেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। এদিন মোট ১৮টি শহীদ ও আহত পরিবারের হাতে নিয়মিত মাসিক সহায়তা তুলে দেওয়া হয়।








সহায়তা প্রদানকালে ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে। অতীতে যেমন মানুষের কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। জুলাই যোদ্ধারা বাংলাদেশের গর্ব—তাদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে।”
তিনি পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আগামীতেও এ সহায়তা চলমান রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত পরিবারগুলো বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।











