বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (Institute of Architects Bangladesh) এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে বছরে ২৪টি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম বা সেমিনার আয়োজনে সহায়তা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল সেলস ম্যানেজার জনাব সাব্বির আহমেদ, এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর ড. আবু সাঈদ এম. আহমেদ, সহ-সভাপতিদ্বয় এবং নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।