বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর নবনিযুক্ত অ্যাডহক ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার আনুষ্ঠানিকভাবে সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করেছেন।

যোগদান উপলক্ষে চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতারের নেতৃত্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম এবং ট্রেজারার অতিরিক্ত সচিব (অব.) মো. রেজাউল করিম এনডিসি জাতীয় সদর দপ্তরে উপস্থিত সকল বিভাগের পরিচালক ও ইনচার্জদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবগঠিত অ্যাডহক ব্যবস্থাপনা পর্ষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
নবগঠিত পর্ষদের সদস্যরা হলেন— মো. আফজালুর রহমান, অতিরিক্ত সচিব (অব.); ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ এবং ডা. আরেফিন অমল ইসলাম।

অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে মহাসচিব ড. কবির এম আশরাফ আলম এনডিসি ও উপ-মহাসচিব মেজর রেজা আহমেদ চৌধুরি, পিএসসি, সিপিপি (অব.) নবনিযুক্ত চেয়ারম্যানসহ পর্ষদের অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিচালক ও ইনচার্জ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চেয়ারম্যান মহোদয় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের বিভিন্ন অংশীদার সংস্থা— আইএফআরসি, আইসিআরসি, ব্রিটিশ রেড ক্রস, আমেরিকান রেড ক্রস, কানাডিয়ান রেড ক্রস, তুর্কিশ রেড ক্রিসেন্ট, ড্যানিশ রেড ক্রস, সুইডিশ রেড ক্রস এবং সুইস রেড ক্রসের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হলি ফ্যামিলি নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিদের সঙ্গেও পৃথক মতবিনিময় করেন।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যানসহ নবগঠিত বোর্ডের সদস্যরা।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করে।











