December 26, 2024

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ রাশিয়ান ফেডারেশনের সাথে পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখবে – পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ রাশিয়ান ফেডারেশনের সাথে পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখবে – পররাষ্ট্র উপদেষ্টা।

Image

অনলাইন ডেস্কঃ

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত এইচ.ই. জনাব আলেকজান্ডার ম্যানটিটস্কি মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, জনাব মোঃ তৌহিদ হোসেন এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকের শুরুতে মাননীয় রাষ্ট্রদূত জনাব মোঃ তৌহিদ হোসেনকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

তিনি রাশিয়ান ফেডারেশনের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব সের্গেই ল্যাভরভ এর পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তাও হস্তান্তর করেছেন।

মুক্তিযুদ্ধের সময় রাশিয়ান ফেডারেশনের সমর্থনের কথা স্মরণ করে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আশ্বস্ত করেন যে বাংলাদেশ রাশিয়ান ফেডারেশনের সাথে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প প্রতিষ্ঠা, গ্যাস ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখবে।

Scroll to Top