January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ–উরুগুয়ে বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনার কথা বললেন উরুগুয়ের অনারারি কনসাল মোস্তাফা কামরুস সোবহান

বাংলাদেশ–উরুগুয়ে বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনার কথা বললেন উরুগুয়ের অনারারি কনসাল মোস্তাফা কামরুস সোবহান

Image

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রথম উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক উপলক্ষে বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) ঢাকায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। গুলশান-২ এর ক্রাউন প্লাজা হোটেলের শীর্ষ তলায় দক্ষিণ আমেরিকা-থিমে আয়োজিত এই অনুষ্ঠানটি ঢাকাস্থ উরুগুয়ের অনারারি কনস্যুলেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উরুগুয়ের অনারারি কনসাল মোস্তাফা কামরুস সোবহান বলেন, আজকের দিনটি বাংলাদেশ–উরুগুয়ে সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এই দিনেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক ভবিষ্যতে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। তবে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ নতুন ধরনের বাণিজ্য চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এ প্রেক্ষাপটে প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (PTA) অথবা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (FTA) বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

মোস্তাফা কামরুস সোবহান আরও বলেন, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি হলে বাংলাদেশ প্রায় ৫০ কোটি মানুষের বিশাল বাজারে প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় ও বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, চলতি বছরের জুলাই মাসে উরুগুয়ে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকোসুর (MERCOSUR)-এর চেয়ারম্যানশিপ গ্রহণ করতে যাচ্ছে। মারকোসুরভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া। উরুগুয়েতে একবার পণ্য প্রবেশ করলে পুরো মারকোসুর অঞ্চলে শুল্কমুক্তভাবে পণ্য চলাচলের সুযোগ তৈরি হয়, যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো গুয়ানি বলেন, বাংলাদেশকে উরুগুয়ে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা আরও বাড়াতে তারা আগ্রহী। ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, আর্জেন্টিনা ও উরুগুয়ের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের দক্ষিণ আমেরিকার প্রতি আগ্রহকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ–উরুগুয়ে সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা ডায়লগের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীবসহ কূটনীতিক, ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Scroll to Top